প্রত্যাবর্তন রাঙালেও সেঞ্চুরি মিসের আক্ষেপ ইমামের, পাকিস্তানের ভালো দিন

১ সপ্তাহে আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনটি পাকিস্তানের জন্য একই সঙ্গে স্বস্তি ও অপ্রাপ্তির। প্রায় দুই বছর পর দলে ফেরা ইমাম-উল-হক অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। অধিনায়ক শান মাসুদের সম্ভাবনাময় ইনিংসও হঠাৎ থমকে গেছে। হঠাৎ ছন্দপতনের পর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার ব্যাটে দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বস্তি নিয়েই ড্রেসিং রুমে ফিরেছে পাকিস্তান।

রোববার (১২ অক্টোবর) লাহোরে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৫ উইকেটে ৩১৩ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান।


টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই আউট হয়ে যান আব্দুল্লাহ শফিক। রাবাদার বলে আউট হওয়ার আগে করেন ২ রান। তবে দুই বছর পর দলে ফেরা ইমাম-উল-হক ও অধিনায়ক শান মাসুদ দারুণ জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে আসেন।


২০২৩ এর ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলা ইমাম এই টেস্ট দিয়ে পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন। মাসুদের সঙ্গে ১৬১ রানের জুটি গড়েন তিনি। সুবরায়েন এই জুটি ভাঙেন মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে। আউট হওয়ার আগে ১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মাসুদ।


আরও পড়ুন: এনসিএল ফাইনাল: মিঠুন-মৃত্যুঞ্জয়ের ব্যাটে রংপুরের বিপক্ষে লড়াইয়ের পুঁজি খুলনার


বাবর আজমের সঙ্গে আরেকটা ভালো জুটি গড়ে তোলার পথে ছিলেন ইমাম। হাতছানি দিচ্ছিল টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে মুত্থুস্বামীর বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান ইমাম। দলের রান তখন ১৯৯।


আউট হওয়ার আগে ১৫৩ বলে ৭ চার ও ১ ছয়ে ৯৩ রানের ইনিংসে প্রত্যাবর্তন রাঙান ইমাম।


ইমামের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে হঠাৎ মড়ক লাগে। ১৯৯ রানেই পরপর ৩ উইকেট হারায় পাকিস্তান। ইমামের পর সেই ওভারের শেষ বলে মুত্থুস্বামীর হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সৌদ শাকিল। গোল্ডেন ডাক মেরেছেন শাকিল। তিন ওভার পর বাবর আজমও আউট হয়ে যান। হার্মারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৪৮ বলে ৪ চারে ২৩ রান করেন বাবর। ১৯৯ রানে তৃতীয় উইকেট হারানো পাকিস্তান দেখতে দেখতে ১৯৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে।


আরও পড়ুন: বিপিএল আয়োজনের মাঠ পরিদর্শনে রাজশাহীতে বিসিবি কর্মকর্তারা


এরপরই দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। সাদা বলের অধিনায়ক সালমান আগার সঙ্গে দারুণ জুটি গড়ে দিনটা পার করে দিয়েছেন এই উইকেটকিপার। দিন শেষে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে দুজনই অর্ধশতক তুলে নিয়েছেন।


রিজওয়ান ১০৭ বলে ২টি করে চার-ছক্কায় ৬২ এবং সালমান আগা ৮৩ বলে ২টি চার ও ১ ছক্কায় ৫২ রানে অপরাজিত আছেন।


দক্ষিণ আফ্রিকার পক্ষে মুত্থুস্বামী ২টি, রাবাদা, সুবরায়েন এবং হারমার ১টি করে উইকেট শিকার করেছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন