প্রত্যক্ষদর্শীরা বলছেন বার থেকে আগুন, ফায়ার সার্ভিসের ধারণা রেস্টুরেন্ট

৮ ঘন্টা আগে
রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় ভবনের ৬ তলায় আগুন লেগে ৪ থেকে ১০ তলা পর্যন্ত ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনে থাকা বার থেকে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিসের ধারণা সেখানের একটু রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। 


১৬ তলা এ ভবনজুড়েই বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অফিস রয়েছে। আর ৬ তলায় রয়েছে একটি বার। আগুন সাততলায় ছড়ালেও বেশি জ্বলতে দেখা যায় ৬ ও ৭ নম্বর ফ্লোরে। আগুনের সূত্রপাত ৬ষ্ঠ তলা থেকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুঁকি এড়াতে অতিরিক্ত ছিল আরও ৫টি ইউনিট।

 

আরও পড়ুন: জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে


ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও কাজ করেনি। ধারণা করা হচ্ছে ঢাকা রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে বাকি ফ্লোরে। 


আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

]]>
সম্পূর্ণ পড়ুন