জীবনমান উন্নয়নে সরকারসহ রাষ্ট্রের সব শ্রেণীর মানুষকে পাশে চাওয়ার আকুতি জানিয়েছেন তারা। বরিশালে কারিতাসে এক সেমিনারে এসব আহ্বান উঠে এসেছে।
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, বিভিন্ন সেবা পাওয়ার মাধ্যম, স্বাবলম্বী হওয়া শীর্ষক বরিশাল জেলা-উপজেলার প্রতিবন্ধীদের নিয়ে দিনব্যাপী সেমিনার করেছে কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর সাগরদী কারিতাস অঞ্চলিক কার্যলয়ে সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: একাধিক বিয়ে করে আলোচিত সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক
বরিশাল জেলা-উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকতা, উপজেলা স্বাস্থ্য কর্মকতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন, এবং নানা বয়সের শারীরিকভাবে প্রতিবন্ধীরা এতে অংশ নেন।
সভায় প্রতিবন্ধীরা অভিযোগ করেন, সরকারের সব সুযোগ সুবিধা তারা হাতে পান না। ভুয়া প্রতিবন্ধী, রাজনৈতিক সুপারিশ, একই ব্যক্তির একাধিক কার্ডে প্রকৃত প্রতিবন্ধীদের সুবিধা অন্যরা হাতিয়ে নেয়।
পরে, বক্তৃতায় সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীদের এগিয়ে নিতে নানা পরামর্শমূলক বক্তব্য উপস্থাপন করা হয়। প্রতিবন্ধীদের যেন সমাজে অবহেলা না করা হয়, সরকারী ভাবে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলা হয় সেই দাবি জানিয়েছেন সভায় অংশ নেওয়া বিশিষ্টজনরা।
কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের কর্মকর্তা মি.পল রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ অধিদপ্তর বরিশাল জেলা কার্যলয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। এছাড়াও বরিশাল সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম কুদরত ই খুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালে র্যাবের ৩ ভুয়া সদস্যকে ধরল পুলিশ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তির প্রচারণামূলক প্রকল্প কারিতাস (এসডিডিবি) বরিশাল অঞ্চলের সহযোগিতায় প্রকল্পের মাধ্যমে দুই শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলেছেন।