সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রামের পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফারুক সরদার (৩৮) ও ভোলার লালমোহন উপজেলার শামসুল হক (৫০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার মোহাম্মদ সোলাইমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের সময় আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অন্য আসামি শামসুল হক পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আরও পড়ুন: জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে প্রেমিকাকে ধর্ষণ, মামলা
আদালত সূত্রে জানা যায়, কিশোরী ও তার মা নগরীর চান্দগাঁও এলাকায় থাকতেন। মা পোশাক কারখানায় কাজ করতেন। ২০২১ সালের ২৮ আগস্ট কিশোরীর মা কাজের উদ্দেশ্যে বের হন। এ সময় ফারুক প্রলোভন দেখিয়ে কিশোরীটিকে ভাড়া বাসায় নিয়ে যান।
এরপর ওই বাসায় প্রথমে ফারুক ও পরে শামসুল তাকে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী তাকে ফারুক ও শামসুল ধর্ষণ করেছে বলে তার মাকে জানান।
এ ঘটনায় তার মা বাদী হয়ে চান্দগাঁও থানায় ফারুক সরদার ও শামসুল হককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তদন্ত শেষে ২০২২ সালের ২২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।