ইন্দোনেশিয়ায় দেড় লাখ পবিত্র কোরআন হাদিয়া পাঠাল সৌদি

১ দিন আগে
সৌদি আরবের ইসলামিক বিষয়ক প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয় মদিনার কিং ফাহাদ কোরআন মুদ্রণ পরিষদ থেকে প্রকাশিত কোরআনের ১,৫০,০০০ কপি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পাঠিয়েছে।

এই কোরআনসমূহ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ—জাকার্তার ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিতব্য ‘জেসুর’ নামক প্রদর্শনীতে প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছে। ১৪৪৬ হিজরির ২৬ শাওয়াল থেকে শুরু হওয়া এই দুই সপ্তাহব্যাপী প্রদর্শনী আয়োজন করেছে সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ও জাকার্তায় সৌদি দূতাবাসের সহযোগিতায়।

 

এই আয়োজনে সৌদি আরবের ইসলাম ও মুসলিমদের সেবা, হজ ব্যবস্থাপনা এবং কুরআন প্রচারের অবদান তুলে ধরা হবে। প্রদর্শনীতে থাকবে ইন্টারেক্টিভ কার্যক্রম, আধুনিক প্রযুক্তি, এবং সৌদি সংস্কৃতি ও পরিচয়ের পরিচিতি। দর্শনার্থীরা দেশটির ‘ভিশন ২০৩০’-এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে পারবেন।

 

আরও পড়ুন: শাওয়ালের ৬ রোজা ধারাবাহিক রাখতে হয়?

 

এছাড়াও, কিং ফাহাদ কুরআন মুদ্রণ সমিতির মাধ্যমে কোরআনের নতুন ও বৈচিত্র্যময় সংস্করণ, বিভিন্ন ভাষায় অনুবাদ ও আধুনিক কোরআন মুদ্রণ প্রযুক্তির বিবরণ প্রদর্শনীতে তুলে ধরা হবে।

 

বিশ্বজুড়ে ইসলামি মূল্যবোধ প্রচারে সৌদি মন্ত্রণালয়ের অন্যতম সাংস্কৃতিক কার্যক্রম হিসেবে এই প্রদর্শনী মুসলিম ও অমুসলিম দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে এবং সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন