প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত প্রধান শিক্ষকের চোখ, ৪ দিনেও মামলা নেয়নি পুলিশ

২ সপ্তাহ আগে
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় প্রধান শিক্ষক শাহানারা বেগমের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় আজ রোববার (২১ সেপ্টেম্বর) ৪ দিন হলেও কোনো মামলা নেয়নি পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত শাহানারা বেগম সাহেবরামপুর এলাকার মঙ্গল খানের স্ত্রী ও দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


অভিযুক্ত বেল্লাল হোসেন খান ক্রোকিরচর গ্রামের মৃত নেহাল খানের ছেলে ও আরেক অভিযুক্ত রাবেয়া খানম একই এলাকার হারুণ অর রশিদ খানের মেয়ে।


আরও পড়ুন: টাঙ্গাইলে প্রধান শিক্ষকের চেয়ার কেড়ে নিলেন বিএনপি নেতার ভাই, প্রতিবাদে বিক্ষোভ


ভুক্তভোগী ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান প্রধান শিক্ষক শাহানারা বেগম। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ বেল্লাল হোসেন খান বিদ্যালয়ের জমি নিজেদের দাবি করে লোকজন নিয়ে শাহানারা বেগমের ওপর হামলা চালান। এ সময় তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন। এতে ক্ষতিগ্রস্ত হয় তার ডান চোখ।


পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান হামলাকারীরা। এ ঘটনায় ওইদিনই থানায় বেল্লাল হোসেন খানসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পুলিশ এ ঘটনায় মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে ঘটনা নথিভুক্ত করে। এটি পরে আদালতে পাঠায় পুলিশ। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় শিক্ষকের পরিবার।


এ দিকে আহত প্রধান শিক্ষককে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজের চক্ষু বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন শাহানারা বেগম।


আরও পড়ুন: বেত্রাঘাতের দায় ঢাকতে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের


পুলিশ জানায়, এ ঘটনায় জিডি করে আদলতে পাঠানো হয়েছে। আদালত থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক নেয়া হবে আইনি ব্যবস্থা।


এ দিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তারা।


দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরেই আমার ওপর হামলা চালানো হয়েছে। আমার ডান চোখ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’


প্রধান শিক্ষক শাহানারার স্বামী মঙ্গল খান বলেন, ‘থানায় অভিযোগ দিলে ৪ দিনেও মামলা নেয়নি পুলিশ। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।’


আরও পড়ুন: ভারপ্রাপ্ত থেকে নিজেকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন সামছ উদ্দিন!


অভিযুক্তদের একজন রাবেয়া খানম বলেন, ‘শাহানারা বেগম আমাদের জমি দখল করতে চায়। এ নিয়ে আদালতে মামলাও চলমান। আমরা তাকে মারধর করিনি; বরং তিনি ক্ষমতাধর লোক নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। আমাদের শিশুদেরও মারধর করেছেন। আমরা তাদের ভয়ে কালকিনি হাসাপাতালে চিকিৎসাও নিতে পারিনি। পরে মাদারীপুরে চিকিৎসা নেই।’


মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। শিক্ষিকা শাহানার বেগমের অভিযোগটি জিডি করে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া অপরপক্ষের অভিযোগের বিষয়টি তদন্ত চলছে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন