প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা, বাদীকে সাত দিনের কারাদণ্ড দিলেন আদালত

২ সপ্তাহ আগে
বরগুনায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বাদীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মরহুম হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮)।

 

আরও পড়ুন: আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে ঝরল প্রধান শিক্ষকের প্রাণ

 

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছর মো. বাদশা মিয়ার স্ত্রী আলেয়া বেগম সড়ক দুর্ঘটনায় আহত হয়। এ ঘটনাকে পুঁজি করে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ নাসির হাওলাদারসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় চাঁদা না দেয়ায় আলেয়া বেগমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আনেন মো. বাদশা মিয়া।

 

পরে মামলার বিচারকাজ চলাকালে আলেয়া বেগমের আঘাত সড়ক দুর্ঘটনাজনিত বলে প্রমাণিত হয়। এছাড়াও মামলার‌ সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এতে আদালত অভিযুক্তদের খালাস প্রদান করেন এবং মামলার বাদী মো. বাদশা মিয়াকে কারাদণ্ড দেন।

 

এ বিষয়ে বরগুনা পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, এই রায় মিথ্যা মামলা দিয়ে মানুষ হয়রানি রোধে সহায়ক হিসেবে কাজ করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন