প্রতিপক্ষ দুর্বল হলেও সতর্ক বার্সেলোনা কোচ

৩ সপ্তাহ আগে
জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচের আগে ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও সতর্ক কাতালান ক্লাবটির কোচ।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্তাদিও লুই কোম্পানিসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত পৌনে ১১ টায়।

 

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় কোচিং করাতে এসে নাকি বদলে গেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। অবশ্য বদলে যাওয়ারই কথা। গেল কয়েকদিন কাতালান ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে যে চাপ নিতে হচ্ছে ফ্লিককে, তাতে মাঝে মধ্যেই মেজাজ হারচ্ছেন বার্সা কোচ। লা লিগায় জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে লাল কার্ড দেখায় আসন্ন এল ক্লাসিকোতে থাকতে পারবেন না ডাগআউটে। তবে সেসব চিন্তা একপাশে রেখে ফ্লিকের ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ।

 

লা লিগায় জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও খুব একটা স্বস্তিতে নেই বার্সা। রিয়ালের কাছে হারিয়েছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। চ্যাম্পিয়ন্স লিগেও নেই সুবিধাজনক অবস্থানে। প্রথম ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে জয় পেলেও ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হেরে বসে বার্সা। অলিম্পিয়াকোসের বিপক্ষে এবার তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য।

 

প্রতিপক্ষ কিছুটা সহজ হলেও কাজটা সহজ হবে না ফ্লিকের জন্য। ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা বস। অলিম্পিয়াকোসের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ফ্লিক পাচ্ছেন না লেওয়ানডস্কি, ফেরান তোরেস, রাফিনিয়াকে। তাই ম্যাচের আগে বেশ সতর্ক বার্সা কোচ।

 

হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমাদের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ কয়েকটা ম্যাচ দেখেছি আমদের আরও আক্রমণাত্মক খেলা উচিত। অলিম্পিয়াকোস দুর্দান্ত দল। তারাও আক্রমণাত্মক খেলে। সেই বিষয়গুলো দেখার সঙ্গে আমাদের ডিফেন্সে আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের স্ট্রাইকাররা ভালো ফর্মে আছে। এটা নিয়েও সতর্ক থাকতে হবে।’

 

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

 

সেন্টার ব্যাক পজিশনে এ ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে রোনাল্ড আরাউহো ও পাও কুবারসিকে। রাইট ব্যাকে এরিক গার্সিয়া ও লেফট ব্যাকে অ্যালেক্স বালডে। মাঝ মাঠ সামলাবেন ডি ইয়ং, ক্যাসেদো ও পেদ্রি। আক্রমণে নেতৃত্ব দেবেন রাশফোর্ড ও ফেরমিন লোপেজ।

 

তবে এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে বার্সেলোনার ইয়াংস্টার লামিন ইয়ামালকে। যদিও মাঠ ও মাঠের বাইরে বেশ আলোচনা ও সমালোচনা তাকে ঘিরে। সদ্য ইনজুরি থেকে উঠে আসা ইয়ামাল মাঠে দিতে পারছেন না নিজের সেরাটাও। তবে সতীর্থের পাশে দাড়িয়েছেন ফেরমিন লোপেজ।

 

তিনি বলেন, ‘আমি আর লামিন ছোটো থেকেই একসঙ্গে বেড়ে উঠেছি। আমি তাকে খুব ভালো করেই চিনি। সে এখন বিশ্বের সেরা খেলোয়াড়। সবাই এখন তাকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা করবে এটাই স্বাভাবিক। তবে সে সবসময় চুপচাপ থাকে। আমাদের ক্লাবের সবাই তার সঙ্গে আছে। দলের জন্য লামিন গুরুত্বপূর্ণ ফুটবলার।’

 

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দাঁড়ানো হচ্ছে না বার্সেলোনা কোচের

 

গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এক ম্যাচে জয় পেলেও অন্য ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি।

]]>
সম্পূর্ণ পড়ুন