প্রতিনিয়ত মব চললে ছাত্রদল শান্ত থাকবে না: রাকিব

২ সপ্তাহ আগে
‎সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাঙ্গনের পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। এ সময় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

‎সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা। নানামুখী স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের পরিবেশ। ‎বিকেল সাড়ে ৩টায় শুরু হয় নগর ছাত্রদলের প্রতিবাদ মিছিল।
‎গোপন ষড়যন্ত্র বন্ধ করা, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান ছাত্রদল কর্মীরা।


‎ছাত্রদলের নেতাদের অভিযোগ, মিটফোর্ডের হত্যাকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করা হয়েছে। 
 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিনিয়ত মব চললে ছাত্রদল শান্ত থাকবে না, সারা দেশে মাঠে নামবে। কোনো বিশৃঙ্খলা হলে তার দায় জামায়াত-শিবিরকে নিতে হবে। বিএনপির হাইকমান্ডের বিরুদ্ধে কটূক্তির জবাব ছাত্রদল অক্ষরে অক্ষরে দেবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে: নাছির


তিনি বলেন, কোনো সাধারণ ছাত্র কিংবা অন্য দলের ছাত্রনেতার হত্যায় শিবিরের প্রতিবাদ চোখে পড়েনি, তারা গুপ্তভাবে ১৯৭১’র মতো দেশবিরোধী কাজ করে সব অপকর্মের দায় ছাত্রদলের ওপর চাপিয়ে দিতে চায়। 


ছাত্রদল সভাপতি আরও বলেন, যে সব ক্যাম্পাসে মব সৃষ্টি করা হয়েছে তার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্দলীয় সরকারের সহযোগিতা রয়েছে।


তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, এই গুপ্ত সংগঠন মব করে পুলিশসহ সব হত্যার দায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেবে। তাই এসh অপকর্মের প্রতিরোধ করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন