প্রতিনিয়তই ভুল সংশোধন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার

১ দিন আগে
ভুলত্রুটি ও সীমাবদ্ধতা প্রতিনিয়তই সংশোধন করে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

ফয়েজ আহম্মদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মানুষের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। কিন্তু সরকারের সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার কারণে প্রত্যাশা পূরণে ঘাটতি ছিল। সে কথা প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা অকপটে স্বীকারও করেছেন। তবে সেই ভুলত্রুটি ও সীমাবদ্ধতা প্রতিনিয়তই সংশোধন করে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘সরকার গঠনের পর পরপরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। প্রচুর গুজবের ওপর ভিত্তি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে। ভারত সংবাদ প্রকাশের নিয়ম-নীতি কোনো কিছুই মানেনি। তাদের সংবাদের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এরইমধ্যে ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না।’

 

আরও পড়ুন: উপদেষ্টা মাহফুজের আহত বাবাকে দেখতে গেলেন বিএনপি নেতা এ্যানি

 

সিনিয়র সহকারী প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশকে নিয়ে লেখা ভারতীয় সংবাদে স্থানীয় প্রশাসন, ভুক্তভোগীর কোনো বক্তব্য নেই। ঘটনা যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার নেই। কলকাতায় বসে তাদের ধর্মীয় ও সংগঠনের নেতার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রকাশ করা হয়। গুজব সোশ্যাল মিডিয়ায় নানানভাবে আসে। গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের।’

 

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ঢাকা রিপোটর্স ইউনিটি (ডিআরইউ) কার্য নিবাহী সদস্য জুনায়েদ শিশিরসহ অনেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন