সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ। কোয়াবের বার্ষিক সাধারণ সভা শেষে বিকাল ৩টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে ৫টা নাগাদ। একে একে ভোট দিয়ে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, নুরুল হাসান সোহানরা।
আরও পড়ুন: এবার কন্যা সন্তানের বাবা হলেন মিরাজ
সন্ধ্যা ৬টা নাগাদ ভোটের ফল প্রকাশ পায়। শাহেদের তুলনায় ৪ গুণের বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন। মোট ১৯০টি ভোটের মধ্যে ২টি বাতিল হয়ে যায়। মিঠুন পেয়েছেন ১৫৪ ভোট, সেলিম শাহেদ পেয়েছেন মাত্র ৩৪টি।
আরও পড়ুন: দেখে নিন এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড
বিসিবির কাছ থেকে প্লেয়ারদের দাবিদাওয়া আদায়ের প্রসঙ্গে মিঠুন বলেন, ‘একটা জিনিস দুইভাবে আদায় করা যায়; একটা হলো অনুরোধের মাধ্যমে, অন্যটা ফাইট করে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সমঝোতার মাধ্যমে। এরপরও যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষেই আমাকে কথা বলতে হবে। তাতে যদি বোর্ডের কেউ অখুশি হয়, তাহলে তো আমার কিছু করার নাই।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।