প্রতিদিন কত কাপ চা খাওয়া ভালো?

২ সপ্তাহ আগে
চা অনেকের দৈনন্দিন অভ্যাসের অংশ, তবে এর পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ঘন ঘন চা খেলে অজান্তেই শরীরে সমস্যা তৈরি হতে পারে। দিনের মধ্যে কত বার লাল চা খাওয়া উচিত, তা-ও জেনে রাখা ভাল।

বিশেষজ্ঞদের মতে-

প্রতিদিন ২ থেকে ৩ কাপ চা (প্রায় ৪০০–৬০০ মিলিলিটার) পর্যন্ত খাওয়া সাধারণভাবে স্বাস্থ্যকর ও নিরাপদ ধরা হয় — যদি চায়ে অতিরিক্ত চিনি বা দুধ না থাকে।


পরিমিত চা খাওয়ার উপকারিতা জেনে নিন-


১. হালকা ক্যাফেইন মানসিক সতর্কতা বাড়ায়: অ্যান্টিঅক্সিডেন্ট (বিশেষত গ্রিন টি বা ব্ল্যাক টিতে) শরীরের কোষকে সুরক্ষা দেয়


২. হজমে সহায়তা করে: হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে

 

আরও পড়ুন: সকালে টক দই খেলে ৭ জাদুকরী পরিবর্তন ঘটবে শরীরে


অতিরিক্ত চা খাওয়ার ক্ষতিকর দিক

 

১. যদি দিনে ৪ কাপের বেশি চা খান, তবে হতে পারে—

ঘুমের সমস্যা

অম্বল ও গ্যাস্ট্রিকের ঝুঁকি

আয়রন শোষণে বাধা, ফলে রক্তস্বল্পতা হতে পারে

হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা উদ্বেগ

 

আরও পড়ুন: গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নেবে জাদুকরী এই পানীয়তে


পরামর্শ-

১. সকালের দিকে বা দুপুরে চা পান করুন; রাতে না খাওয়াই ভালো


২. কম চিনি ও কম দুধ দিয়ে হালকা চা খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর


৩. হারবাল বা গ্রিন টি হলে দিনে ৩–৪ কাপও নিরাপদ, কারণ এতে ক্যাফেইন কম

]]>
সম্পূর্ণ পড়ুন