মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরীর মিরাবাজারের সেবক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে দম্পতির মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মনসুর রিকশা নিয়ে মেইন রোডে এসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন: রোগের যন্ত্রণা ‘সইতে না পেরে’ চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রিকশা, পেট্রলের বোতল ও একটি লাইটারও জব্দ করা হয়েছে।
একটু নজর দিন
আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।
আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।
এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।
]]>