প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিলো ব্রিটিশ পার্লামেন্ট

১ সপ্তাহে আগে
যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। এর প্রতিবাদে ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ করেছে শত শত মানুষ।

প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে অনেকেই ডাইরেক্ট অ্যাকশন মুভমেন্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে। এ সংগঠনটি মূলত যুক্তরাজ্যের ইসরাইল সমর্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে।

 

স্থানীয় সময় বুধবার (২ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাউজ অব কমন্সে এ সংক্রান্ত প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

 

আরও পড়ুন: গাজায় গণহত্যায় ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান

 

ব্রিটিশ সরকার জানায়, সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীর কর্মীরা একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করে, এ কারণেই তারা আইনের আওতায় পড়ে। নিষিদ্ধ ঘোষণার ফলে এখন থেকে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন করাও আইনত দণ্ডনীয় অপরাধ।

 

এদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় লন্ডনের ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ করেন শত শত আন্দোলনকারী। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভকারীদের দাবি, নিষেধাজ্ঞা দিয়ে সরকার সমস্যাকে আরও জটিল করছে। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

আরও পড়ুন: গাজার একটি ক্যাফেতে ৫০০ পাউন্ডের মার্কিন বোমা দিয়ে হামলা!

 

একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন। গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার স্বাধীনতাও থাকা উচিৎ। ইসরাইলে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ালেই সন্ত্রাসী হয়ে যেতে হবে? বিষয়টি আমার বোধগম্যের বাইরে।’

]]>
সম্পূর্ণ পড়ুন