শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক রিলস প্রকাশ করেন মেহজাবীন। সেখানে দেখা যাচ্ছে, আকাশি ও কালো রংয়ের পোশাকে খোলা চুলে মেহজাবীন। হাতে তালা নিয়ে গির্জার সামনে থাকা লোহার বেষ্টনিতে একটি ছোট তালা ঝোলান। ওই তালাতে নিজের নামের সাথে ভালোবাসার প্রতীক দিয়ে লেখা স্বামী, নির্মাতা আদনান আল রাজীবরে নাম।
স্থানীয়রা বিশ্বাস করেন, কোনো জুটি বা দম্পতি প্যারিসে ‘লাভ লক’ লাগানোর রীতি অনুযায়ী, নিজেদের নাম লেখা তালা বন্ধ করে এর চাবি সাইন নদীতে ফেলে দিলে তাদের ভালোবাসা অটুট ও স্থায়ী হয়।
দীর্ঘদিন ধরে চলে আসা এ রীতি শুধু স্থানীয়রা নয়, পর্যটকরাও বিশ্বাস করেন। আর সে বিশ্বাস থেকেই নিজেদের ভালোবাসা প্যারিসে লক করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: ৯ বছর পর ছোট পর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের এ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে। ভক্তরা রোমান্টিক এ জুটির প্রশংসার পাশাপাশি জানাচ্ছেন শুভকামনাও।
আরও পড়ুন: মেহজাবীনকে নিয়ে মিষ্টি বার্তা দিলেন আদনান আল রাজীব
]]>