গত ১২ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির তালিকা থেকে জানা যায়, রায়হান ইসলামকে (তপু দাড়িয়া) আহ্বায়ক ও হাসান জামিলকে (বাধন নিজামী) সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ২১ সদস্যের কমিটি অনুমোদন পাওয়ার পর থেকে শুরু হয় গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ছবি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ২৯ জানুয়ারি ফেনসিডিলসহ তপু দাড়িয়া ও বাধন নিজামীসহ ৩ জনকে আটক করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতা আটক
সদ্য দায়িত্ব পাওয়া কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান ইসলাম (তপু দাড়িয়া) বলেন, ‘আমি ও বাধন নিজামী বিএনপি পরিবারের। সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক দিয়ে ফাঁসিয়ে মামলা করে কারাগারে পাঠায়। আমরা বর্তমানে জামিনে মুক্ত আছি।’
বিষয়টি নিয়ে কথা বলতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ফোনে একাধিকবার ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি।