শনিবার (২১ জুন) হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছে ইংল্যান্ড। সেঞ্চুরি পূর্ণ করে দিন কাটিয়ে দিয়েছেন অলি পোপ। ক্রিজে তার সঙ্গী হ্যারি ব্রুক ১২ বল খেললেও এখনও রানের খাতা খুলতে পারেননি।
জাসপ্রিত বুমরাহ ১৩ ওভারে ৪৮ রান দিয়ে একাই ইংল্যান্ডের ৩টি উইকেট শিকার করেছেন।
এদিন লাঞ্চের পর ভারত অলআউট হলে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। বুমরাহ'র প্রথম ওভারের শেষ বলেই বিদায় নেন ক্রাওলি। দুর্দান্ত বলটা ক্রাওলির (৪) ব্যাটের কানায় চুমু খেয়ে প্রথম স্লিপে করুণ নায়ারের হাতে জমা পড়ে।
আরও পড়ুন: ওয়াসিমকে পেছনে ফেলে দারুণ রেকর্ড বুমরাহ'র
তবে, আরেক ওপেনার ডাকেটের সঙ্গে ওয়ান ডাউনে নামা পোপ দারুণ এক জুটি গড়ে তোলেন। এই জুটিতে ১২২ রান যোগ করে ইংলিশরা। ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভেঙে ভারতকে স্বস্তি দেন বুমরাহই। ৯৪ বলে ৬২ রান করা ডাকেটের মিডল স্টাম্প গুড়িয়ে দেন এই ডানহাতি।
তৃতীয় উইকেট জুটিতে জো রুটের সঙ্গে আরও একটি জুটি গড়েন পোপ। এই জুটিতে যোগ হয় ৮০ রান। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন এই ২৭ বছর বয়সী ব্যাটার। শেষ বেলায় ভারতকে আরও একবার স্বস্তি এনে দিয়েছেন বুমরাহই, ফিরিয়েছেন বিপজ্জ্বনক হয়ে উঠতে থাকা রুটকে। ৫৮ বলে ২৮ রান করে নায়ারের হাতে ক্যাচ দেন রুট।
পোপ ১৩১ বলে ১৩ চারে ঠিক ১০০ রানে অপরাজিত আছেন। আগামীকাল ব্রুককে নিয়ে আবার ব্যাটিংয়ে নামবেন তিনি।
এর আগে ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। আগের দিন ১২৭ রান করা শুভমান গিল ও ৬৫ রান করা রিশভ পন্তের জুটি আজ আরও ৭১ রান যোগ করেন। চা বিরতির আগে ৪০০ রান পূর্ণ করে ভারত। চা বিরতির ঠিক পরপরই সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত।
আরও পড়ুন: সমালোচনা থাকবেই, তবে দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ: শান্ত
গিলকে আউট করে ২০৯ রানের এই জুটি ভাঙেন শোয়াইব বশির। ২২৭ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৪৭ রান করেন ভারতের নতুন অধিনায়ক। অধিনায়কের বিদায়ের পর ভারতের ইনিংসে মড়ক লাগে। দীর্ঘদিন পর দলে ফেরা করুণ নায়ার ডাক মারেন। সেঞ্চুরিয়ান পন্ত ১৭৮ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৩৪ রান করে টাংয়ের শিকারে পরিণত হন। ভারতের শেষ ছয় ব্যাটারের মধ্যে শুধু রবীন্দ্র জাদেজাই (১১) দুই অঙ্কের রান পেয়েছেন। ৪০ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়েছে ভারত।
শেষ পর্যন্ত ৪৭১ রানে থামে ভারতের ইনিংস। ব্যাটার সেঞ্চুরি হাঁকানোর পর এটাই কোনো দলের সর্বনিম্ন টেস্ট ইনিংস।
জশ টাং ও বেন স্টোকস ৪টি করে উইকেট শিকার করেন। ব্রেয়ডন কার্স ও শোয়াইব বশির বাকি ২ উইকেট ভাগাভাগি করেন।