পোপ চাইলেও কৌশল বদলাবেন না ম্যান ইউনাইটেডের কোচ

৩ সপ্তাহ আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে জয়ের হার রুবেন আমোরিমের। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচে কোচের দায়িত্ব পালন করে মাত্র ৮টিতে জয় এনে দিয়েছেন এই পর্তুগিন কোচ। দলের বাজে পারফরম্যান্সের কারণে এই পর্তুগিজ কোচকে তার কৌশলের জন্য তীব্র সমালচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমোরিম সাফ জানিয়ে দিয়েছেন, স্বয়ং পোপ চাইলেও তার সিদ্ধান্ত বদলাতে পারবেন না।

রুবেন আমোরিমের ৩-৪-৩ ফর্মেশনে কিছুতেই সাফল্য পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তারপরও কৌশলে পরিবর্তনে আগ্রহ নেই এই পর্তুগিজ কোচের। সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে লজ্জাজনক ৩-০ গোলে ডার্বি হারের পর চার ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে লিগ টুর দল গ্রিমসবির কাছে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নেয় তারা। এই ব্যর্থতার পর ক্লাবের সহমালিক স্যার জিম র‌্যাটক্লিফ ক্যারিংটনে আমরিমকে ডেকে পাঠালেও, ৪০ বছর বয়সী এই কোচ তার নীতিতে অটল।


প্রশ্নের জবাবে আমরিম বলেন, 'না, না, না। কেউ নয়, এমনকি পোপও আমাকে বদলাতে পারবে না। এটা আমার কাজ, আমার দায়িত্ব, আমার জীবন। তাই আমি এটা বদলাব না। এটা এক ধরনের বিকাশ হবে, তবে আমাদের সঠিক ধাপগুলো নিতে হবে। আমি যদি একজন খেলোয়াড় হই এবং আমার কোচ হঠাৎ চাপের মুখে সিস্টেম বদলে ফেলে, তখন খেলোয়াড়েরা আমাকে অন্যভাবে দেখবে। তাই আমি বদলাব না।'


আরও পড়ুন: ফ্রান্স নয়, আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন জিদানের ছেলে


তিনি আরও বলেন, 'প্রতিটি সিদ্ধান্তের প্রভাব দলের ওপর পড়ে। তাই আমি একই কথা বলব—এটা একটা বিবর্তন হবে। আমি আমার মতো কাজ করছি। কেউ কেউ ভিন্নভাবে করে, কিন্তু ফলাফল বদলাবে। আমি আশা করি সময় পাব। আমি শুধু ম্যাচ জিততে চাই, কীভাবে ভালো খেলা যায় সেটাই খুঁজছি। আত্মবিশ্বাস, আগ্রাসন—সবই দরকার। কখনো ভাগ্যও ভূমিকা রাখে। আমরা ভালো খেলছি, কিন্তু ভুল সময়ে কিছু না কিছু খারাপ হচ্ছে। এটা শুধুই জয়ের মাধ্যমেই পাল্টানো সম্ভব।'


আমরিমের এই জেদ তাকে ভীষণ চাপের মধ্যে ফেলেছে। র‌্যাটক্লিফ ও আইএনইওএস গ্রীষ্মকালীন  দলবদলে ২৪০ মিলিয়ন পাউন্ড খরচ সত্ত্বেও ইউনাইটেড টেবিলের নিচের দিকেই আছে। এদিকে রাশফোর্ড, সানচো ও অ্যান্টনির মতো তারকা খেলোয়াড়দের বিদায়ের পর দল আরও অস্থির। দ্রুত ফল না এলে আমরিমের ড্রেসিংরুম নিয়ন্ত্রণ হারানো এবং চাকরি হারানোর ঝুঁকি বাড়বে।


শনিবার (২০ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসি। এই ম্যাচকে এখনই বাঁচা-মরার লড়াই হিসেবে দেখা হচ্ছে। মেসন মাউন্ট ও মাতেউস কুনিয়া আবার দলে ফিরেছেন, তবে দিয়োগো দালোত এখনো বাইরে। আরেকটি ব্যর্থতা আমরিমকে আরও কোণঠাসা করে ফেলতে পারে, কারণ র‌্যাটক্লিফের ধৈর্য এখন ফুরিয়ে আসছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন