সোমবার (১৪ জুলাই) রাজধানীর তুরাগ এলাকার মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
মোস্তফা জামান বলেন, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে।
ইউনিট কমিটির ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়ে বিএনপিকে বদনাম করতে চায়। আপনার সজাগ থাকবেন যাতে এই ধরনের বিভ্রান্তিকর কথা সাধারণ মানুষের মাঝে না ছড়াতে পারে।
তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দলে চাঁদাবাজ থাকবে না। কারণ আমরা আওয়ামী লীগ হতে চাই না। তাদের পরিনতি কী হয়েছে তা তুলে ধরেন তিনি।
উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিন অভিযান চালিয়ে বেশকিছু চাঁদাবাজকে আটক করেছে। তাদের কয়েকজন এক সময় বিএনপির নেতাকর্মী ছিলেন। অপকর্মের জন্য তারা বহিষ্কার হয়েছেন। আমি হুঁশিয়ার করে বলতে চাই, যার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ প্রমাণিত হবে সে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হবে।
আরও পড়ুন: মিটফোর্ডে হত্যাকাণ্ড: আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনু - আর রশিদ খোকা, সঞ্চালনা করেন তুরাগ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, এ বি এম এ রাজ্জাক, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন আফাজ সহ মহানগর ও তুরাগ থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করেন আয়োজকরা।