পেনাল্টির প্রতিবাদে মাঠ ত্যাগ করা ক্লাবের চেয়ারম্যানের পদত্যাগ

১ মাস আগে
তুরস্কের সুপার লিগে শনিবার (৮ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছিল গালাতাসারাই এবং আদানা ডেমিরস্পোর। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় গালাতাসারাই। তবে রেফারির পেনাল্টির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে যায় আদানা ডেমিরস্পোরের ফুটবলাররা। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদানার চেয়ারম্যান বেদিরহান দুরাক তার পর থেকে পদত্যাগ করেন।

তুরস্কের সুপার লিগের ম্যাচে আদানার বিপক্ষে ১২তম মিনিটে পেনাল্টি পেয়ে গোল আদায় করে নেন গালাতাসারাইয়ের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। কিছুক্ষণ পর ডেমিরস্পোরের কোচ তার দলের খেলোয়াড়দের ডেকে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।


এরপর রেফারিও মাঠ ছেড়ে যাওয়ার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ক্লাবটির বেশ কয়েক জন কর্মকর্তা জানান, তুরস্কের রেফারি কমিটি ও ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদসুরূপ মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।


আরও পড়ুন: সর্বকনিষ্ঠ হিসেবে পাঁচশ’র মাইলফলক এমবাপ্পের, মেসি-রোনালদো কোথায়? 


এই ঘটনার পর সোমবার এক বিবৃতি দিয়ে নিজের পদ থেকে সরে দাঁড়ান আদানা ডেমিরস্পোরের চেয়ারম্যান বেদিরহান দুরাক। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এখন দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি যে, আমরা একটি অচলাবস্থায় রয়েছি। আমার ক্লাব, পরিবার, প্রিয়জন এবং আমার স্বাস্থ্যের কথা ভেবে আমি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।‘


এদিকে বেশ কয়েক বছর ধরেই তুরস্কের লিগে রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ উঠেছে। যার কারণে বিদেশি রেফারিদের নিয়োগ দেয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে।

]]>
সম্পূর্ণ পড়ুন