মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভারতের পেট্রাপোল আইসিপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সীমান্ত সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশ নেয়। বিজিবি প্রতিনিধি দলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ অন্যান্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগরতলায় বিজিবি-বিএসএফের বৈঠক, কী আলোচনা হলো?
অপরদিকে, বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশ নেয়।
সভায় বাংলাদেশ-ভারত সীমান্ত ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছেন মেজর মো. খসরু রায়হান। এর আগে বিজিবি সীমান্তের শূন্যরেখায় পৌঁছালে প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন বিএসএফ সদস্যরা।
]]>