কমিশন সদস্য ড. মোহাম্মদ আলী খান গণমাধ্যমকে বলেন, ‘যে ১৫ পৃষ্ঠার নথি ফেসবুকে ঘুরছে, সেটি কমিশনের তৈরি নয়। আমাদের কাছে এমন কোনো নথি নেই। এটি সম্পূর্ণ ভুয়া। কমিশনের নাম, লোগো ও সিল ব্যবহার করে সাধারণ চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হচ্ছে।’
তিনি আরও জানান, কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে। গুরুত্বপূর্ণ অংশীদারদের (স্টেক হোল্ডার) মতামত নেয়া এখনও বাকি। আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে। ফলে বর্তমানে ছড়িয়ে পড়া সুপারিশপত্রটি সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন: নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি কার্যকর হতে পারে। এমন বক্তব্যে ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা দাবি জানিয়েছেন, বর্তমান সরকারই যেন ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর করে। ১৫ ডিসেম্বরের মধ্যে স্পষ্ট ঘোষণা না এলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পদক্ষেপ না নেয়া হলে আন্দোলনের যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন চাকরিজীবীরা।
উল্লেখ্য, গত জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়। প্রজ্ঞাপনে বলা ছিল, প্রথম সভা থেকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·