পূর্বাচলে ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ

১ দিন আগে
ফুটবল উন্মাদনার বিষয়টি বেশ ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় স্টেডিয়ামে দর্শক সংকুলান না হওয়ায় পূর্বাচলে ফুটবলের জন্য একটি আলাদা স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া পরিষদ। এ জন্য রাজউকের কাছে ১০০ একর জমি বরাদ্দ চেয়ে দেয়া হয়েছে চিঠি। জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মাহবুব উল আলম। এনএসসি চাইলে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বাফুফে।

দেশের ফুটবলে হাওয়া বদল। ক'দিন আগেও জামালদের ম্যাচে ছিলো দর্শক খরা, সেখানে এখন টিকিটের জন্য হাহাকার। জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কম, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন ফুটবল প্রেমীরা। যে বিষয়টি এবার গুরুত্ব সহকারে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। দেশের শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবলের জন্য নির্মাণ করতে চলেছে একটি ডেডিকেটেড স্টেডিয়াম। 

 

আরও পড়ুন: বাটলারের পুরুষ দলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফাহাদ করিম

 

পূর্বাচলে গড়ে উঠছে ক্রীড়া হাব। ক্রিকেট স্টেডিয়ামের জন্য সেখানে বরাদ্দ রাখা হয়েছে জায়গা। তার পাশেই একটি ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জমি বরাদ্দ পেতে এরই মধ্যে রাজউকের কাছে চিঠি দিয়েছে এনএসসি। খুব দ্রুতই তা পাওয়ার আশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। 

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, ‘পূর্বাচলে আমরা রাজউক কর্তৃক আরও ১০০ একর জায়গা চেয়েছি। আমরা যদি সেখানে জায়গা পাই, ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানে আরও একটি নতুন স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।’ 

 

আরও পড়ুন: সিটির ড্রেসিংরুমে সেদিন আলভারেজের দিকেই কেন আঙুল তুলেছিলেন গার্দিওলা?

 

ফুটবলের জন্য নির্ধারিত একটি স্টেডিয়ামের অভাব অনুভব করছে বাফুফেও। নানাভাবে তারাও চেষ্টা করছে অধিক দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম ব্যবস্থা করার। নিজেদের পাশাপাশি ভৌগোলিক অবস্থানের জন্য পার্শ্ববর্তী দেশও যাতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তা ব্যবহার করতে পারে সেই বিষয়টিও বিবেচনায় রাখছে ফেডারেশন। তাই পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ নিয়ে বেশ আগ্রহী বাফুফে। 

 

বর্তমানে বাংলাদেশে ফিফা এএফসি স্বীকৃত স্টেডিয়াম মাত্র একটি। সিলেট জেলা স্টেডিয়ামের স্বীকৃতি থাকলেও বিদ্যুৎ বিল বকেয়াসহ সেখানে আছে নানা ইস্যু।

]]>
সম্পূর্ণ পড়ুন