পূবাইলে অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

১ সপ্তাহে আগে
গাজীপুরের টংগী-কালিগঞ্জ সড়কের করমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টংগী-কালিগঞ্জ সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম মোছা. নার্গিস আক্তার (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার হাসিম উদ্দিনের মেয়ে। নার্গিস গাজীপুরের পূবাইল সড়কের কামারগাঁও এলাকায় অবস্থিত এপিএস নীট কম্পোজিট লিমিটেডের পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা থেকে ছুটি হয়ে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা নার্গিস আক্তারের ওপর একটি সিএনজি চালিত অটোরিকশা মিরেরবাজার থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

 

আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যা করে পালানোর সময় রিকশাচালককে গুলি, ঢামেকে ভর্তি

 

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহটি বর্তমানে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রয়েছে।’

 

ওসি আরও বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন