বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘শারদীয় দুর্গা পূজায় আবারও কেউ বাঁধা বা বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে’
তিনি আরও বলেন, ‘নাশকতাকারী বা দুষ্কৃতিকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টিকারী সবাইকে আইনের আওতায় আনা হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রাখতে আগামী বছর আরও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আমরা কাজ করব।’
আরও পড়ুন: পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র্যাব ডিজি
র্যাব মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মুসলমানদের ঈদের জামাত, খ্রিষ্টানদের বড়দিন এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা এসব ধর্মীয় অনুষ্ঠান যেন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী ছাড়া স্বতঃস্ফূর্তভাবে পালন করা যায়, সেটিই হবে আমাদের প্রকৃত আনন্দ। আমরা বিশ্বাস করি সেই দিন শিগগিরই আসবে।’
একই সঙ্গে অতীতের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখতে সব ধর্মের মানুষকে আহ্বান জানান র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
এর আগে তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে জেলার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিন এবং জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
]]>