পূজায় কোনো বাধা এলে মোকাবিলায় প্রস্তুত: আদিলুর

২২ ঘন্টা আগে
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় কোনো বাধা এলে মোকাবিলা করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পৌরশহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

উপদেষ্টা বলেন, ‘আশা করছি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবেন। নিরাপত্তার দিক থেকেও যেন কোনো ধরনের সমস্যা বা বাঁধার সৃষ্টি না হয়, সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি।’

 

তিনি আরও বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, কিছু বাধার আশঙ্কা ছিল দেশীয় ও আন্তর্জাতিকভাবে। আমরা সেটা মোকাবিলার জন্য প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় উৎসবগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য ছাত্র-জনতা প্রশাসনকে সহযোগিতা করছে।’

 

আরও পড়ুন: অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে নৈতিক শিক্ষা: আদিলুর রহমান

 

আওয়ামী লীগ পুনরায় সচল হবে কি না এ বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘এটা আদালতের বিষয়। আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটাই আমরা মেনে নেব।’

 

এ আরও সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, পিপি অ্যাডভোকেট হালিম হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল,  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি অভিজিৎ দাস ববি।

]]>
সম্পূর্ণ পড়ুন