ভারতীয় সংবাদমাধ্যম বলিউড নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে মহাষ্ঠীর দিনে উপস্থিত হন কাজল ও রানি। এই পূজা মূলত মুখার্জি পরিবারের দুর্গাপূজা হিসেবে পরিচিত, যেখানে প্রতি বছর অংশ নেন দুই অভিনেত্রী।
দুর্গাপূজায় অংশ নিতে কাজল পরেছিলেন রুপালি রংয়ের শাড়ি ও লাল রংয়ের ব্লাউজ। শাড়ি ও ব্লাউজে ছিলো রুপালি সুতা ও স্টোনের জারদৌসি কাজ। অন্যদিকে রানি পরেছিলেন সাদা জমিনে নীল ও লাল রংয়ের চওড়া পাড়ের জামদানি শাড়ি।
পূজার সাজে মন্দিরে উপস্থিত হয়ে দেবীর আরাধনায় ব্যস্ত থাকতে দেখা যায় বলিউডের এ দুই নায়িকাকে। পূজাবিধি ও রীতিনীতি শেষ করে তারা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন।
আরও পড়ুন: শুভ-অশুভের ইঙ্গিত! মা দুর্গার আগমন ও গমন এবার কীসে?

এ সময় তারা প্রয়াত দেব মুখার্জিকে স্মরণ করেন। সম্পর্কে দুই নায়িকার কাকা হন দেব মুখার্জি। প্রতি বছর মুখার্জি বাড়ির পূজার আয়োজন নিজের হাতে একাই সামলাতেন তিনি। এবারের পূজায় তার অনুপস্থিতিতে তাই আবেগী হয়ে ওঠেন অতিথিরা।
আরও পড়ুন: দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, মুখার্জি বাড়ির দুর্গা পূজায় শুধু কাজল ও রানিই উপস্থিত ছিলেন না। কাজলের বোন তানিশা মুখার্জিও উপস্থিত ছিলেন। তাদের পরিবারের তারকা সদস্য, ছেলে মেয়েরাও উপস্থিত ছিলেন। বলিউড, টালিউডের পরিচালক, প্রযোজকদেরও উপস্থিত হতে দেখা যায় মুখার্জি বাড়ির মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে।
]]>