বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার পরিস্থিতি ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জোন কমান্ডার পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী তাৎক্ষণিক সহযোগিতা করবে। সকলেই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।’
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোনাল স্টাফ অফিসার, সার্কেল এসপি, কাপ্তাই থানা পুলিশের ওসি, রাঙামাটি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: বিজয় দশমীতে কেমন থাকবে খুলনার আবহাওয়া
জোন কমান্ডারের এ সফরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার আন্তরিকতা ও সম্প্রীতির বার্তায় মুগ্ধ হন।
কাপ্তাই জোন কমান্ডার আরও বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
উল্লেখ্য, এ বছর কাপ্তাই উপজেলায় মোট ৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হাজারো ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের কড়া নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণও ‘সম্প্রীতি সভা’র মাধ্যমে পূজা উদযাপনে সক্রিয় সহযোগিতা করছেন, যাতে মহোৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
]]>