পুড়ে ছাই তারকাদের বিলাসবহুল ভবন-গাড়ি

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানলে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে ৫০ বিলিয়ন ডলার। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে হলিউডের তারকাদের মালিকানাধীনসহ রাজ্যের অনেক বিলাসবহুল ভবন। এসব ভবনের এক একটির গড় মূল্য ২০ লাখ ডলারেরও বেশি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জ্বলতে থাকা দাবানলে ধ্বংস হয়েছে হাজারেরও বেশি বাড়িঘর।  দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড হিলসেও। গত বুধবার শুরু হওয়া এই দাবানলের ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।

 

জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন। প্রাথমিকভাবে ওই অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে ৫২ থেকে ৫৭ বিলিয়ন ডলার।

 

মার্কিন আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার এমন পরিসংখ্যান দিয়ে বলছে, এই দাবানলে বেশ কিছু বিলাসবহুল বাড়ি ধ্বংস হয়েছে। যেগুলোর গড়মূল্য ২০ লাখ ডলারেরও বেশি।

 

আরও পড়ুন:  লস অ্যাঞ্জেলেসে দাবানল / ক্ষতি ৫ হাজার কোটি ডলার, চলছে লুটপাট


বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি তীব্র ধোঁয়ার কারণে, এই অঞ্চলের পর্যটন ও বসবাসকারীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আগুনে ধ্বংস হয়নি এমন সম্পত্তিতেও ধোঁয়া বা পানির কারণেও ক্ষতি হয়েছে। এগুলোর আর্থিক মূল্য বিবেচনায় নিতে বলেছে অ্যাকুওয়েদার। এমনকি আগুন যদি ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।


চলমান দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতিসাধন করা দাবানল আখ্যা দিয়েছে অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার। আর, ইউসিএলএ-এর জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন মনে করেন এটি ইতিহাসের সবচেয়ে পরিবেশ ক্ষতিকর না হলেও আর্থিক ক্ষতির দাবানল।

 

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল / ইতালি সফর বাতিল করলেন বাইডেন

 

এদিকে দাবানলের কারণে বীমাজনিত ক্ষতির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার অনুমান করছে ব্রোকারেজ ফার্ম জে.পি. মরগান। সম্পত্তি পরামর্শদাতা সংস্থা কোরলজিকের অনুমান, লস অ্যাঞ্জেলেস এবং রিভারসাইড মেট্রোপলিটন এলাকায় প্রায় ৩০০ বিলিয়ন ডলার মূল্যের ৪ লাখ ৫৬ হাজারটিরও বেশি বাড়ি ঝুঁকিতে আছে।

]]>
সম্পূর্ণ পড়ুন