পুলিশের সিসিটিভি ক্যামেরা বিকল, অপরাধ বাড়ছে সিরাজগঞ্জে

৩ সপ্তাহ আগে
সিরাজগঞ্জ শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। ফলে শহরে দিন দিন বেড়ে চলেছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। এতে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

২০২১ সালে জেলা পুলিশের উদ্যোগে শহরের ৬৫টি পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে পর্যবেক্ষণ করা হতো। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ক্যামেরাই নষ্ট হয়ে পড়েছে। কোথাও ক্যামেরার বক্স আছে, কিন্তু ক্যামেরা নেই, এমন চিত্রও চোখে পড়ছে শহরজুড়ে।


ক্যামেরা নষ্ট থাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ ঘটলেও অপরাধীদের শনাক্ত করতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী। গত এক বছরে শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় ৩৬টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


কলেজ শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, শহরের সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ায় অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর কয়েকটি এলাকায় ছিনতাই এখন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে।


সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য নব কুমার কর্মকার বলেন, এক বছর ধরে ক্যামেরাগুলো নষ্ট অবস্থায় পড়ে আছে। অনেক ক্যামেরা চুরি হয়ে গেছে। সম্প্রতি দিনের বেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও সিসি ক্যামেরা অচল থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যামেরা চালু থাকলে দোষীদের সহজেই ধরা যেত।


আরও পড়ুন: সিরাজগঞ্জে দুদকের গণশুনানিতে ১৩৪ অভিযোগের শুনানি


শহরের ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, সিসি ক্যামেরা না থাকায় রাস্তাঘাট, বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ছোট-বড় চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সবসময় আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই দ্রুত ক্যামেরাগুলো সংস্কার করে পুনরায় চালুর দাবি জানাচ্ছি।


জেলা পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব শিগগিরই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা চালু করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন