পুলিশের সামনে বিবাদীকে পেটানোর খবর নিয়ে দুই কর্মকর্তার বিবৃতি

১ সপ্তাহে আগে
কুমিল্লার তিতাসে ‘পুলিশের সামনে বিবাদীকে পেটাল বাদী, ৪ পুলিশ সদস্য অবরুদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশের বিষয়ে কুমিল্লা তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ ও উপপুলিশ পরিদর্শক আরেফুল ইসলাম এক বিবৃতিতে তাদের বক্তব্য তুলে ধরেছেন।

শনিবার (১৫ মার্চ) সময় সংবাদে প্রকাশিত খবরটি সত্য নয় বলে বিবৃতিতে দাবি করেছেন পুলিশের দুই কর্মকর্তা।


প্রতিবাদ বিবৃতিতে উপপুলিশ পরিদর্শক আরেফুল ইসলাম বলেন, শুক্রবার (১৪ মার্চ) রাত নয়টার দিকে আমি একটি মামলার আসামি গ্রেফতার করতে তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় যাই। সেখানে আসামির বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাইনি। এসময় আসামির বাড়ি থেকে কিছু দূরে ‘ডাকাত ডাকাত’ চিৎকার শুনে সেখানে গিয়ে শুনতে পাই, কিছু লোক এক ব্যক্তিকে মারধর করছে, এতে আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।

 

আরও পড়ুন: তল্লাশির সময় টহল পুলিশকে ট্রাকে নিয়েই পালানোর চেষ্টা, অতঃপর...


কিন্তু সেখানে কিছু লোকজন উত্তেজনা সৃষ্টি করলে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আমরা চলে আসি। প্রকৃতপক্ষে ঘটনাস্থলে পুলিশ অবরুদ্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন আমাকে দায়ী করে যে বক্তব্য দিয়েছে এবং পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাই প্রকাশিত সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি।

 

আরও পড়ুন: পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা


এ বিষয়ে কুমিল্লা তিতাস থানার ওসি মামুনুর রশীদ বলেন, মামলা এজাহারনামীয় আসামি গ্রেফতার করার জন্য উপপুলিশ পরিদর্শক আরেফুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ প্রথম বাড়িতে গেলে সেখানে আসামিকে পায়নি। হঠাৎ চিৎকার শুনে পুলিশ সেখানে গিয়ে দেখে ১০-১২ জন লোক আসামিকে জখম করে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে আমি ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পুলিশ অবরুদ্ধ বিষয়টি সঠিক ছিল না।

]]>
সম্পূর্ণ পড়ুন