পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মোঃ মাসুদ আলম সময় সংবাদকে জানান, ঘটনার সময় প্রতিবন্ধী গ্রাজুয়েটদের প্রোগ্রাম ছিলো। তারা আগেও এরকম প্রোগ্রাম করেছে এবং যমুনার (প্রধান উপদেষ্টার বাসভবন) দিকে যেতে চায়। প্রতিবারই শাহবাগ থানার সামনে পুলিশ তাদের আটকে দিলে সংঘর্ষ হয়।
ডিসি মাসুদ আলম বলেন, ‘কিন্তু বুধবার তাদের (প্রতিবন্ধী গ্রাজুয়েট) সঙ্গে যাতে মারামারি না হয়, বডি কানেক্ট না হয় সেজন্য তারা আসার দুয়েক মিনিট আগেই আমরা ব্যারিকেড দিয়ে দিই। কারণ, তারা এসে পড়লে ব্যারিকেড দিতে দিতে ভেতরে ঢুকে পড়তো।
পুলিশের ব্যারিকেডে কিছু গাড়ি আটকা পড়ে। এরমধ্যে একটি গাড়ির যাত্রী বেরিয়ে এসে ব্যারিকেড খুলে দিতে বলেন। জরুরি ভিত্তিতে তার এয়ারপোর্টে যেতে হবে বলে জানান। বিমানের টিকিটও দেখান উপস্থিত পুলিশ কর্মকর্তাদের। তবে বাগ্বিতণ্ডার মধ্যে পুলিশের সঙ্গে তিনি এবং গাড়ির চালক অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করেন পুলিশ সদস্যরা।
এক পর্যায়ে সেখানে আসেন ডিসি মাসুদ আলম। ভিডিওতে দেখা যায়, ডিসি মাসুদ ওই ব্যক্তিকে বুঝানোর চেষ্টা করছেন। তবে কথাবার্তার এক পর্যায়ে নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় পরিচয় দেন তিনি। আরও বলেন, ‘সময় টিভি আমাদের।’ এরপর উপস্থিত গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সময় টিভির সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন।
আরও পড়ুন: প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে আটকে দিলো পুলিশ
ওই ব্যক্তি সময় টেলিভিশনের কেউ নন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পুলিশও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ডিসি মাসুদ বলেন, ‘আমি ওই লোকটাকে চিনি না। ঘটনার পর তিনি চলে যান। নিজেরা রিস্ক নিয়ে ব্যারিকেড খুলে উনাদের ছেড়ে দিই যে, আপনারাই যান আগে।’
‘ওই সময় আমরা প্রতিবন্ধীদের নিয়ে ব্যস্ত ছিলাম। একারণে উনাদের আর কিছু বলিনি। চিন্তা করেছি, যাকগে..., আপদ বিদায় হোক।’
তিনি বলেন, ‘কারো নাম ভাঙানোটা খুবই দুঃখজনক। কারো সঙ্গে কারো যোগাযোগ থাকতে পারে কিন্তু সেটা এভাবে বললে তো সমস্যা। সবার বুঝতে হবে, পুলিশ যে দায়িত্ব পালন করছে সেটা মানুষের স্বার্থে। এখানে সহযোগিতা করা উচিৎ। কিন্তু অনেকে নিজের ক্ষুদ্র স্বার্থে অসহযোগিতা করেন। এটা ঠিক না।’

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·