মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সলংগা থানাধীন ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় সরস্বতী নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সেল উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সরস্বতী নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত গ্যাস গানের কিছু শেল রয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে থানার টহল পার্টির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ওই স্থানে গিয়ে ১২টি গ্যাস গানের লং সেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। লং শেল গুলো সম্পর্কে সলংগা থানা পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
পরবর্তীতে সলংগা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ তালিকা মূলে সাক্ষীর উপস্থিতিতে উদ্ধার লং শেল গুলো জব্দ করে। এই শেলগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুণ্ঠিত মর্মে প্রতীয়মান হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
]]>