পুলিশ জানায়, একটি মারামারি ঘটনার এফআইআরভুক্ত আসামি সুমনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। বাধা দেয়ার একপর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরবর্তীতে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে পরে ওই একই এলাকা থেকে আসামি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
এ দিকে, পুলিশের কাজে বাধা প্রধানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে আবার সেই আসামিকে গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানোর খবর নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।