মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীতে এনসিপি-ওয়ারী জোনের আয়োজিত একটি ইফতারে যোগ দিয়ে তিনি এই নিন্দা জানান।
সামান্তা বলেন, ‘আজকের হামলার ঘটনায় প্রমাণিত হয়, পুলিশের পুরনো ফ্যাসিবাদী কাঠামো এখনও বিলোপ হয়নি।’
আরও পড়ুন: গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান সামান্তার
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন নিশ্চিত করতে আমরা আন্দোলনেও নামতে প্রস্তুত।’
এর আগে সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সামান্তা।
দেশে নতুন সংবিধান প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সংবিধান অর্জনের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান তৈরির আর কোনো ম্যান্ডেট নেই।
]]>