মঙ্গলবার (১৩ মে) বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
আইজিপি বলেন, ‘যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাবো। তবে সবার সঙ্গে আলোচনার করে ঠিক করব। অন প্রিন্সিপাল আমরা মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স।’
পুলিশ প্রধান আরও বলেন, ‘আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার। তবে যেসব বিশেষ জায়গাগুলোতে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে অবশ্য সেগুলো মানা খুব কঠিন হয়। সে সব ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: জুলাই গণহত্যা / হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
]]>