পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন ইসলামী ছাত্র আন্দোলন নেতা

১৮ ঘন্টা আগে
ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলার সভাপতি আবু মুছা সরদারের বিরুদ্ধে।

রোববার (৩ আগস্ট ) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল এলাকায় এ ঘটনা ঘটে।


সোমবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।


আরও পড়ুন: হাতকড়াসহ পানিতে ঝাঁপ দিয়ে পালালেন হত্যা মামলার আসামি আ.লীগ নেতা!


তিনি জানান, ঢাকার হাইওয়ে থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন সরদারকে নলছিটি থানার পুলিশ গ্রেপ্তার করলে তার ভাই ইসলামী ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মুসা সরদারের নেতৃত্বে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন