গ্রেফতাররা হলেন, মো. শাকিল (২৬), মো. মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), মো. জুয়েল (৩০) ও মো. সালা উদ্দিন (২৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত মোট ৫৬ জন রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দে পুলিশের সাঁড়াশি অভিযান
এ সময় রিকশা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করেন রিকশা চালকরা।
এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন চালকরা। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশার দুই যাত্রী
এ ঘটনায় পর এখন পর্যন্ত মোট ৫৬ জন রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে।
]]>