ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার (৬ এপ্রিল) ভারতের ঠাকুরপুকুর বাজার এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান পরিচালক সিদ্ধান্ত। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয়ে উঠেছেন টালিপাড়ার অভিনয়শিল্পীরা। এতে সামিল হন অভিনেত্রী নুসরাতও।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নুসরাত ও তার স্বামী, অভিনেতা যশ দাশগুপ্ত নিজেদের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, যারা ‘ড্রিংক’ করে ‘ড্রাইভ’ করে, তাদের সবার সাথে আড়ি।
এ প্রসঙ্গে বিস্তারিত জানতে নুসরাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখা উচিত। আমার আনন্দ যেন অন্যের বেদনার কারণ না হয়ে যায়। তা ভাবা উচিত।
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির ‘স্ত্রী’ হচ্ছেন মিমি চক্রবর্তী!
নুসরাত আরও বলেন, জীবন খুব দামি- নিজের এবং অন্যদেরও। তাই মদ্যপান করে কোনও ভাবেই স্টিয়ারিংয়ে নয়। তা না হলে তাদের সঙ্গে ‘আড়ি’।
খুব শিগগিরই পর্দায় আসছে যশ ও নুসরাতের নতুন সিনেমা ‘আড়ি’। এ সিনেমায় তাদের সঙ্গে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে। মুক্তির মিছিলে থাকা এ সিনেমার নামের সাথে মিল রেখেই ভিক্টো কাণ্ডে প্রতিবাদ জানান অভিনেত্রী।
আরও পড়ুন: সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে!
এদিকে ঠাকুরপুকুর দুর্ঘটনা ঘটানোর অপরাধে এ মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ভিক্টো। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন নিরীহ পথচারীকে হত্যার অভিযোগে আজই তাকে তোলা হচ্ছে আলিপুর আদালতে।
]]>