পুলিশি হেফাজতে আত্মহত্যাচেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর

১৯ ঘন্টা আগে
পুলিশি হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির সংশোধনমূলক পরিষেবার কমিশনার-জেনারেল শিন ইয়ং-হাই সংসদীয় শুনানির সময় আইন প্রণেতাদের জানিয়েছেন, সংশোধনকারী কর্মকর্তারা আত্মহত্যার চেষ্টা করার সময় কিমকে থামিয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু কর্মকর্তাকে গ্রেফতারসহ বুধবার নানা নাটকীয় ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সার্বিক পরিস্থিতিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি।

 

শুনানিতে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী পার্ক সুং জে কিমের আত্মহত্যাচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সিউল কেন্দ্রীয় জেলা আদালত প্রসিকিউটরদের অনুরোধে পরোয়ানা জারির পর বিদ্রোহের অভিযোগে কিমকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

 

রাষ্ট্রীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, আদালত পরোয়ানা জারি করার সময় বলেছে– আমরা বিবেচনা করছি, কী পরিমাণ অভিযোগ সমর্থন করা হয়েছে, উদ্বেগ হলো, তিনি অপরাধের প্রমাণ ধ্বংস করবেন।

 

এদিকে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার-জেনারেল চো জি-হো এবং সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির প্রধান কিম বং-সিককে বিদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় তোলপাড়, ফের সামরিক আইন জারির চেষ্টা!

 

গত ৩ ডিসেম্বর মধ্যরাতে আকস্মিকভাবে দেশজুড়ে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। পরে অবশ্য তা প্রত্যাহার করেন তিনি। এ নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা হয় দেশজুড়ে। এরপরই পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী।

 

]]>
সম্পূর্ণ পড়ুন