চট্টগ্রামে বন্দুক ঠেকিয়ে কৃষকের ৬টি গরু নিয়ে গেল সন্ত্রাসীরা!

১৬ ঘন্টা আগে
রাতের আঁধারে বন্দুক ঠেকিয়ে কৃষকের গোয়াল ঘর থেকে ৬টি গরু নিয়ে গেছে সন্ত্রাসী। বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রামের আন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ডেবাকূলে এ ঘটনা ঘটে। শেষ সম্বল হারিয়ে নি:স্ব এখন কৃষক জসিম উদ্দিন। করছেন কান্না।

কৃষক জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার (১০ ডিসেম) গভীর রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জন বন্দুক নিয়ে আমার ঘরে ঢুকে। ডাকাতরা প্রথমে আমার বউয়ের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেয়। পরে দুটি মোবাইল তারা নিয়ে যায়। এ সময় আরেকটি দল আমার গোয়াল ঘরে ঢুকে। আমার ৬টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়। গরুগুলোর মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। জায়গা জমি বিক্রি করে গরুর খামার করেছি। জানি না এখন কি করব।


স্থানীয় বাসিন্দা আবদুর রহিম মিসফার জানান, জসিম উদ্দিন খুবই গরিব ঘরের সন্তান। তার শেষ সম্বল গরুগুলো নিয়ে গেল ডাকাত দল। কীভাবে সংসার চলবে তার। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরের বাড়িতে তালা কেটে গরু চুরি

 

বৈলতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল হাই বলেন, আমরা চন্দনাইশ থানায় গিয়ে একটি অভিযোগ করেছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন