রোববার (২৯ জুন) দুপুরে জনতার বাজারে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এর আগে শনিবার (২৮ জুন) ভোররাতে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। হামলায় পুলিশের একটি ভ্যান ভাঙচুর করা হয় এবং আসামিকে ছিনিয়ে নেয়া হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে পুকুর থেকে কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার, আটক ২
পুলিশ জানায়, গত ৩১ মে নবীগঞ্জের জনতার বাজার পশুর হাট অপসারণকালে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিদের ধরতে শনিবার রাতে গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি ভ্যান ও দুটি সিএনজি ভাঙচুর করে। এতে নবীগঞ্জ থানার কনস্টেবল শাহ ইমরান (২৭), মোজাম্মেল হক (২৫) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন। আহত পুলিশ সদস্যরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।