পুলিশকে দূরে ঠেলে দিলে মনোবল ভেঙে যাবে: কেএমপি কমিশনার

২ সপ্তাহ আগে
পুলিশকে দূরে ঠেলে দিলে মনোবল ভেঙে যাবে এবং কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কেএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক উত্তেজনা এবং কমিশনারের পদত্যাগ দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


কেএমপি কমিশনার বলেন, চাকরিতে পদত্যাগের সুযোগ নেই, তবে কর্তৃপক্ষ চাইলে বদলি করতে পারে, আমি প্রস্তুত। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু এই সময়ে যদি পুলিশকে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে মনোবল ভেঙে যাবে- এমন অবস্থায় পুলিশের পক্ষে সঠিকভাবে কাজ করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই এখনই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সবার দায়িত্ব।


তিনি বলেন, চাপ সৃষ্টি করে কিংবা আন্দোলনের মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেওয়া কখনোই কাম্য নয়। আমরা নিরলসভাবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছি। এই প্রক্রিয়ায় গণমাধ্যম, জনপ্রতিনিধি, অভিভাবক সবার সহযোগিতা প্রয়োজন।


সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার বলেন, গত ১০ মাসে খুলনা মহানগরে ২৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি নদীতে ভেসে আসা লাশের তদন্ত করছে নৌপুলিশ। বাকি ২৪টি মামলার মধ্যে ২২টির রহস্য উদ্ঘাটন করে পুলিশ ইতোমধ্যে আসামিদের গ্রেফতার করেছে। বাকি দুটি মামলাও তদন্তাধীন রয়েছে এবং অগ্রগতি হচ্ছে।


আরও পড়ুন: এসআই সুকান্তকে ছেড়ে দেয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগ দাবি


মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। এর বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি হরিণটানা থানা এলাকা থেকে ১৯ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। প্রতিদিনই নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক উদ্ধার করা হচ্ছে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায় এবং খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন