পুলিশ সেজে চালবোঝাই ট্রাক ডাকাতি, গ্রেফতার ৩

৩ সপ্তাহ আগে
নরসিংদীর শিবপুরে পুলিশের পোশাক পরে চালবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনার তিনদিন পর ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের পোশাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।


গ্রেফতাররা হলেন: মাধবদীর খোরদনপরাড়া গ্রামের তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া, মনোহরদীর খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস ও হরিকৃষ্ণ দাসের চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস।


পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বগুড়া থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ব্রাক্ষণবাড়িয়া যাচ্ছিল। চরসিন্দুর ইটাখোলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাধারচর ব্রিজের পাশে পৌঁছালে অজ্ঞাত নম্বরের একটি প্রাইভেটকার নিয়ে পুলিশের পোশাক পরিহিত চারজন চালবোঝাই ট্রাকটিকে থামায়। তল্লাশি করার কথা বলে ড্রাইভার ও হেলপারের হাত পা বেধে চালভর্তি ট্রাক নিয়ে চলে যায়।


আরও পড়ুন: রাজশাহীতে চার বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট


ঘটনার পরদিন ট্রাক মালিক রোকনুজ্জামান বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে এসআই সাদেকুর রহমান ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মনোহরদী ও কিশোরগঞ্জ থেকে লুণ্ঠিত মালামালসহ পুলিশের পোশাক ও তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।


এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

]]>
সম্পূর্ণ পড়ুন