পুলিশ সদর দফতরের নির্দেশে কর্মস্থলে ফিরলেন কিশোরগঞ্জের এসপি হাছান

২০ ঘন্টা আগে
তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে কর্মস্থলে ফিরেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী। রোববার (৩ আগস্ট) পুলিশের সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সোমবার তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়সারা দায়িত্ব পালনের অভিযোগে তিন মাস আগে পুলিশ সুপার হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল। একই ঘটনায় আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরমধ্যে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


ঘটনার পরপরই সরকারের উচ্চপর্যায়ে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতির প্রমাণ মেলেনি। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ সদর দফতরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের স্বাক্ষরিত একটি আদেশে তাকে পুনরায় কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।


প্রসঙ্গত, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রত্যাহার করা হয়েছিল। এরপর থেকে কিশোরগঞ্জে পুলিশ সুপারের পদটি খালি ছিল।


আরও পড়ুন: রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বরখাস্ত


এদিকে কিশোরগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই নিয়োগ নতুন মাত্রা যোগ করেছে। উল্লেখযোগ্য যে, গত ৪ আগস্ট কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে দায়ের হওয়া এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকেও ওই মামলায় আসামি করা হয়েছে। মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন