পুলিশ কমিশনারের বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, অভিযোগ এসএমপির

২ সপ্তাহ আগে
নির্বাচনী সভা সমাবেশের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর কাছে স্বেচ্ছাসেবক আহ্বান করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর একটি বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে এর ব্যাখ্যা দিয়েছে এসএমপি।

এ বিষয়ে পুলিশ প্রশাসন শনিবার (৮ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনারের বক্তব্যের একটি অংশ অন্যভাবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে অসঙ্গত। এ কারণে সর্বসাধারণের অবগতির জন্য বিষয়টি স্পষ্টভাবে জানানো হলো।


ওই বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ মিডিয়া শাখা থেকে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্বাচনের প্রচারকালীন সময়ে পুলিশের পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিজ দলীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করতে অনুরোধ করেন।


আরও পড়ুন: অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী পরিবহন নয়: সিএমপি কমিশনার


কিন্তু সম্প্রতি সিলেটের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত একটি সংবাদে দাবি করা হয়েছে যে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্বাচনে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক চান। কিন্তু বিষয়টি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও সত্যের বিকৃতি বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্বাচনের প্রচারকালীন সময়ে পুলিশের পাশাপাশি  রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিজ দলীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করতে অনুরোধ করেন। কিন্তু কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পুলিশ কমিশনারের প্রকৃত বক্তব্যকে এড়িয়ে নির্বাচনে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক চান পুলিশ কমিশনার মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে, যাহা সত্য নয়।


আরও পড়ুন: মুহিবুল্লাহ নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় যান: পুলিশ


এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) সময় সংবাদকে জানান, সর্বসাধারণের জ্ঞাতার্থে নির্বাচনের সময় আইনানুগভাবে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক মোতায়েনের কোনো সুযোগ নাই। তবে কিছু মিডিয়া বক্তব্য অন্যভাবে উপস্থাপন করা হয়েছে যা সত্য নয়।


তিনি সময় সংবাদকে আরও জানান,আইনানুগভাবে ভোটের মাঠে কোনো স্বেচ্ছাসেবক মোতায়েনের অনুরোধ তিনি করেননি। বরং সভায় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন