ঘরের মাঠে অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের ইনজুরিতে ভোগা কামিন্সকে এমনকি পুরো সিরিজের জন্যও হারানোর আশঙ্কায় অজিরা। অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার পিঠের স্ট্রেস ইনজুরিতে ভুগছেন এবং গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে আর খেলেননি।
সিডনি মর্নিং হেরাল্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কামিন্সের চোটের জায়গার স্ক্যান করে কিছুটা উন্নতি দেখা গেলেও এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ফলে ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না তা মোটামুটি নিশ্চিত।
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে আশঙ্কা করা হচ্ছে কামিন্স হয়তো পাঁচ ম্যাচের পুরো সিরিজই মিস করতে পারেন। সর্বোচ্চ আশাবাদী হিসেবে বলা হচ্ছে, তিনি হয়তো সিরিজের শেষ দিকে ফিরতে পারেন।
আরও পড়ুন: সাইফ এখন দেশসেরা, ৮৭ ধাপ এগিয়েছেন নাসুম
এটি কামিন্সের জন্য বড় ধাক্কা, কারণ মাত্র এক মাস আগেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সময়মতো সুস্থ হয়ে অ্যাশেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার অনুপস্থিতিতে স্টিভ স্মিথ অধিনায়কত্ব করতে পারেন, আর স্কট বোল্যান্ড হতে পারেন কামিন্সের পরিবর্তে বোলিং আক্রমণের অংশ।
তবে, কামিন্সের না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য বড় আঘাত হবে, কারণ ৩২ বছর বয়সী এই পেসারই ছিলেন চার বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি (২১ উইকেট)।
আরও পড়ুন: আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম
ইংল্যান্ড ২০১১ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জেতেনি, তাই কামিন্সের ইনজুরি ইংলিশদের জন্য প্রেরণা হতে পারে ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ার হাতে থাকা অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের।
তবে, ইংল্যান্ডের সাবেক তারকা স্টুয়ার্ট ব্রড খেলাটির চিরন্তন স্পিরিট বজায় রাখার আহ্বানে প্রতিপক্ষ অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই কিংবদন্তি ফাস্ট বোলার বলেন, 'আমি সত্যিই আশা করি সে ফিট হয়ে খেলুক। অ্যাশেজ ক্রিকেট মানেই সেরাদের মধ্যে সেরাদের লড়াই। ও না খেললে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কিন্তু আমরা সবাই চাই প্যাট কামিন্স খেলুক। অ্যাশেজ শুরুর আগে এটি নিঃসন্দেহে বড় একটি খবর।'