পুরুষদের টি-টোয়েন্টিতে এমন ঘটনা ঘটলো প্রথমবার

১ সপ্তাহে আগে
কৌশলগত কারণে এখন টি-টোয়েন্টিতে দলগুলো ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউটের পদ্ধতি বেছে নেয়। তবে নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশে যা দেখা গেল, তা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ঘটেছে। এক ইনিংসে দুই ব্যাটারকে রিটায়ার্ড আউট করিয়েছে নর্দার্ন ডিস্ট্রিক্টস। তার উপর আরও নাটক হয়েছে, সেই ম্যাচটি হয়েছে টাই।

মাউন্ট মঙ্গানুইয়ে রোববার (৪ জানুয়ারি) ওটাগোর বিপক্ষে এই ঘটনার জন্ম দিয়েছে নর্দার্ন ডিস্ট্রিক্টস। দলের ডাকে বাধ্য হয়ে ফিরে যাওয়া দুই ব্যাটার ছিলেন জিত রাভাল ও হাভিয়ের বেল।


এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের লিগ ভাইটালিটি ব্লাস্টে একই ম্যাচে রিটায়ার্ড আউট হয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট ও সামিত প্যাটেল। তবে তারা দুজন ছিলেন দুই দলে এবং দুই দলের নিজ নিজ ইনিংসে রিটায়ার্ড আউট হয়েছিলেন।


আরও পড়ুন: সাকিবের লড়াকু ইনিংসের পরও শিরোপা জিততে পারল না এমিরেটস


ওটাগোর বিপক্ষে রাভাল ও বেলকে রিটায়ার্ড আউট করার সুফল বেশ ভালোভাবেই পেয়েছে নর্দার্ন। এই ম্যাচে ১৬৭ রানের লক্ষ্যে ১৬ ওভারে মাত্র ১০৯ রান নিয়ে ধুঁকছিল নর্দার্ন। ২৪ বলে ৫৮ রান বাকি থাকতে তারা ডেকে নেয় ২৮ বলে ২৩ রান করা রাভালকে।


পরের ওভারে উঠিয়ে নেয়া হয় ১৩ বলে ৯ রান করা বেলকেও। তাদের জায়গায় নেমে মাত্র ১০ বলে ২০ রান করেন বেন পোমার আর ১২ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস খেলেন স্কট কুগলেইন। তাদের দুজনের সৌজন্যে ওটাগোর সমান ১৬৬ রান করে নর্দার্ন। ম্যাচ হয় টাই।


নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের নিয়মে না থাকায় সুপার ওভার হয়নি খেলায়। তাই পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। 

]]>
সম্পূর্ণ পড়ুন