পুরুষ দলের নির্বাচক হলেন শান্ত, নারীদের সালমা

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সালমা খাতুনকে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ পুরুষ দলের নির্বাচকের দায়িত্বে আছেন দুই সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে ছিলেন আরেক সাবেক ক্রিকেটার হান্নান সরকারও। তবে চলতি বছরের শুরুর দিকে দায়িত্ব ছেড়ে দিয়ে কোচিংয়ে মন দিয়েছেন হান্নান। তখন থেকেই ২ জন নির্বাচক দিয়ে কাজ চালাচ্ছে পুরুষ দল।


এদিকে, গত কয়েক বছর ধরেই বাংলাদেশ নারী দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন সাজ্জাদ হোসেন শিপন। ধারণা করা হচ্ছিল, তাকে পুরুষ দলের নির্বাচকের দায়িত্ব দিয়ে নারী ক্রিকেটের জন্য নারী নির্বাচক আনা হবে। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে যোগদানের পর প্রথম দিককার মিটিংয়ে এরকম একটি আলোচনা হয়েছিল বলেও জানা গেছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মেয়েদের জন্য নারী নির্বাচক আনা হলেও সাজ্জাদকে রাখা হচ্ছে নারীদের দায়িত্বেই। তার সঙ্গে সহকারী হিসেবে যোগ দিচ্ছেন সালমা। আর পুরুষদের দায়িত্বে লিপু-রাজ্জাকের সঙ্গী হচ্ছেন শান্ত।


আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে পারে


ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে ৩৭ ম্যাচ খেলা শান্ত আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২১ বছর আগে। ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০০৭ সালে। খেলা ছাড়ার পর অনেকদিন ছিলেন খেলার বাইরে। করেছেন ব্যবসা। এরপর আবার ফিরেছেন জুনিয়র দলের নির্বাচক হিসেবে। সেখান থেকে এবার জাতীয় দলের নির্বাচক হলেন সাবেক এই পেসার।


এদিকে, সালমা খাতুন এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাচ্ছেন খেলা। তবে বিসিবির দায়িত্ব পাওয়ায় এখন অনিবার্য কারণে ছাড়তে হবে খেলা। শান্ত-সালমার সঙ্গে ঠিক কত বছরের জন্য চুক্তি হয়েছে বিসিবির, সেটা নির্দিষ্ট করে জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন