পুরস্কার বিতরণীতে বোর্ডার থাকলেও অবহেলিত গাভাস্কার, ভুল স্বীকার অস্ট্রেলিয়ার

৫ দিন আগে
ভারত ও অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তির নামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম করণ করা হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। অথচ সে সিরিজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকেও কি না অবহেলিত সুনীল গাভাস্কার। যেটা নিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেন ভারতীয় কিংবদন্তি। পরে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নেয় আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া।

মাঠ ও মাঠের বাইরে দীর্ঘ দেড় মাসের লড়াই শেষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দিয়েছেন কিংবদন্তি অ্যালান বোর্ডার। তবে সেখানে ঘটেছে বিপত্তি। সিরিজের নামকরণ যে দুই কিংবদন্তির নামে, তাদের একজন কি না সে পুরস্কারের মঞ্চে অবহেলিত।

 

১৯৯৬-৯৭ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজের নাম দেয়া হয় বোর্ডার-গাভাস্কার ট্রফি। চলতি সিরিজ শেষে পুরস্কার বিতরণের জন্য অজি কিংবদন্তি বোর্ডারকে ডাকা হলেও ভারতের কিংবদন্তি গাভাস্কারকে ডাকা হয়নি। যেটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন গাভাস্কার।

 

ভারতের সাবেক এ ক্রিকেটার বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালোই লাগত। এটা তো বোর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হলো না।’

 

আরও পড়ুন: অতিমানবীয় বুমরাহ, হেড-সিরাজের তর্কযুদ্ধ, কোহলির ‘ষষ্ঠ স্টাম্পপ্রীতি’—এই সিরিজে যা যা দেখা গেল

 

চলতি সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন গাভাস্কার। তিনি মাঠেই ছিলেন। সেই কথাও মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমি তো মাঠেই ছিলাম। আমাকে ডাকাই যেত। কে জিতল তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না। অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবে জিতেছে। আমার বন্ধু বোর্ডারের সঙ্গে আমিও কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে পারতাম।’

 

এদিকে এ ঘটনায় ভুল স্বীকার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি ভারতীয় কিংবদন্তিকে না ডাকার ব্যাখ্যাও দিয়েছে তারা।

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাভাস্কার এবং অ্যালান বোর্ডারকে ডাকা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ভারত জিতলে গাভাস্কার পুরস্কার দেবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই বোর্ডার ট্রফি তুলে দিয়েছে জয়ী অধিনায়কের হাতে।’

 

আরও পড়ুন: পাকিস্তান শিবিরে দুশ্চিন্তা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত সাইম

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন